1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

আফগানিস্তানে ন্যাটোর ২ সৈন্য নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ১০৯ Time View

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে আফগান সামরিক বাহিনীর পোশাক পরা বন্দুকধারীদের গুলিতে বুধবার ন্যাটোর দুই সৈন্য নিহত হয়েছে।
ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর কম্পাউন্ডে সকালে আফগান সামরিক বাহিনীর পোশাক পরা দুই ব্যক্তি ন্যাটোর একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে ন্যাটোর দুই সদস্য নিহত হয়। তবে তারা কোন দেশের সৈন্য সে ব্যাপারে কিছু বলা হয়নি।kjhasdjasl
বিবৃতিতে আরো বলা হয়েছে, ন্যাটো সৈন্যদের পাল্টা গুলিতে বন্দুকধারীরাও নিহত হয়েছে।
তালেবান তাৎক্ষনিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করেনি।
সাম্প্রতিক বছরগুলোতে এ ধরণের ঘটনা হ্রাস পেলেও এমন হত্যাকান্ডে স্থানীয় ও বিদেশি সৈন্যদের মধ্যে ভয়াবহ অবিশ্বাস তৈরি হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানে ন্যাটোর যুদ্ধ মিশন শেষ হয়েছে এবং দেশটি থেকে বেশিরভাগ সৈন্য সরিয়ে নিয়েছে। তবে আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য দেশটিতে এখনও ন্যাটোর ১৩ হাজার সৈন্য রয়েছে।
গত আগস্টে এ ধরণের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ হামলায় মার্কিন মেজর জেনারেল হ্যারল্ড গ্রিন নিহত হয়। এর মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের পর বিদেশের মাটিতে এই প্রথম যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কোন সামরিক কর্মকর্তা নিহত হলো।
এছাড়া এপ্রিলে আফগানিস্তানের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র ও আফগান সৈন্যদের মধ্যে বন্দুকযুদ্ধে এক আমেরিকান সৈন্য নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ