1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

আরাকান আর্মির সঙ্গে বিজিবি’র গোলাগুলি, আহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ১৪৪ Time View

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে মিয়ানমারের একটি ‘বিচ্ছিন্নতাবাদী’ দলের গোলাগুলির পর হেলিকপ্টারে করে সেখানে বাড়তি বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।haiusdsd
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে থানচির বড় মোদক এলাকায় মিয়ানমারের ওই বিচ্ছিন্নতাবাদী দলটি বিজিবির টহল দলের ওপর আক্রমণ করলে সীমান্তরক্ষা বাহিনীও জবাব দেয়। এ সময় বিজিবির নায়েক জাকির আহত হন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আহত বিজিবি সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ পরিচালনার জন্য হেলিকপ্টারে করে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।’
তবে স্থানীয় জনগণ বলেন, গতকাল মঙ্গলবার বিজিবি সদস্যরা আরাকান আর্মির মালামাল বহনের কাজে ব্যবহৃত ১৩টি ঘোড়া আটক করে। এর জের ধরেই আজ বুধবার সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ