1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

১৭৩ হজ এজেন্সির লাইসেন্স বাতিলের সুপারিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ১৪৩ Time View

এ বছরের হজযাত্রায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১৭৩টি এজেন্সির লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।hbasfas

সম্প্রতি ধর্ম মন্ত্রণাaলয় থেকে বিমান মন্ত্রণালয়কে পাঠানো বাতিলের সুপারিশসংক্রান্ত দুই চিঠর একটিতে ১০৪টি ও আরেকটিতে ৬৯টি এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।

দেশে নিবন্ধিত প্রায় এক হাজার হজ এজেন্সি ও কয়েক হাজার ট্রাভেল এজেন্সি রয়েছে। লাইসেন্স বাতিলের সুপারিশ করা এজেন্সিগুলোর হজ লাইসেন্স বাতিল করবে ধর্ম মন্ত্রণালয় ও ট্রাভেল এজেন্সি লাইসেন্স বাতিল করবে বিমান মন্ত্রণালয়।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে ফারুক খান জানান, বৈঠকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় নিয়োজিত নভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউএস বাংলা ও ইউনাইটেড এয়ার- এই চার বেসরকারি কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ ব্যাপারে আগামী ১৫ দিনের মধ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যা সমাধানের সুপারিশ করা হয়।

বৈঠকে চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণের কাজ নিয়ে আলোচনার পরে সেখানে নতুন দুটি বোর্ডিং ব্রিজ নির্মাণের সুপারিশ করা হয় বলেও জানান তিনি।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম, কামরুল আশরাফ খান ও মো. আফতাব উদ্দীন সরকার।

বৈঠকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিমানের এমডি, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, প্রাইভেট এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যান, প্রাইভেট এয়ারলাইন্স লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ