1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ১৬৮ Time View

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে তাপমাত্রার অস্বাভাবিক তারতম্য পেয়েছেন বিশেষজ্ঞরা।ersgergvre

বুয়েটের স্থাপত্য বিভাগের একটি গবেষণায় দেখা গেছে, গরমকালে আবহাওয়া অফিস যে তাপমাত্রা রেকর্ড করে, প্রকৃতপক্ষে তার চেয়ে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেশি উষ্ণতা বিরাজ করে শহরের অনেক অঞ্চলে।

বিশেষজ্ঞরা এই অস্বাভাবিক তাপমাত্রার জন্য দায়ী করছেন অপরিকল্পিত নগরায়ণকে। আর এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে মরুকরণের দিকে যাবে রাজধানী। এরই মধ্যে তার প্রভাবও পড়তে শুরু করেছে।

ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের জরিপে বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর নির্বাচিত হয়েছিল ঢাকা। এর আগের বছরও এই মন্দ তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।

বসবাসের অযোগ্যতার দিক দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শহরের একটি তালিকা তৈরি করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। অপরাধের মাত্রা, সংঘাতের ঝুঁকি, স্বাস্থ্যসেবার মান, বাধানিষেধের মাত্রা, তাপমাত্রা এবং বিদ্যালয় ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়েছে শহরগুলোর বসবাসের ভালো-মন্দ দিক। এসব বিষয়ের ওপর মোট ১০০ পয়েন্টের সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে তালিকা।

সর্বনিম্ন ৩৮ দশমিক ৭ পয়েন্ট পেয়ে সবচেয়ে অযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে ঢাকা।

এদিকে যানজটের কারণে ঢাকা মহানগরী বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে এবং দিন দিন এর মাত্রা তীক্ষ্ণ হচ্ছে। এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়া দরকার বলে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক বলছেন, ঢাকা এখন যানজটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ