1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মিমিকে প্রকাশ্যে মঞ্চে হেনস্তা, গ্রেপ্তার সেই যুবক নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো : প্রেসসচিব আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর দেশ কোনদিকে যাবে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক রহমান যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা বিশ্ববাজারে বাড়লো সোনা-তেলের দাম, শেয়ারবাজারে ধস সংঘাতে সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের

ডিআরইউ’র নতুন সদস্য হলেন যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ২৩৯ Time View

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য পদ পেয়েছেন ৫১ জন। এর মধ্যে স্থায়ী ১২ জন ও সহযোগী সদস্য ৩৯ জন। ডিআরইউ কার্যালয়ে শুক্রবার বিকেলে নতুন সদস্যদের তালিকা টাঙিয়ে দেয়া হয়েছে।image_136031_0

বাছাই কমিটির আহ্বায়ক ও ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী স্বাক্ষরিত তালিকায় স্থায়ী সদস্য হলেন- আশরাফ উল আলম (কালের কণ্ঠ), অনিমেষ কর (ইন্ডিপেন্ডেন্ট টিভি), শামসুজ্জামান সামস্ (ভোরের কাগজ), এস এম আব্বাস (বাংলা নিউজ ২৪.কম), শফিক শাহীন (এনটিভি), তামিম হাসান (নয়া দিগন্ত), আব্দুল্লাহ জেয়াদ (দিনকাল), শামীমা আক্তার (আরটিভি), শাহজাহান সাজু (খবরপত্র), হাসান জাভেদ (এনটিভি), জয়নাল আবেদিন (আরটিভি) ও মঞ্জুরুল আলম পান্না (একুশে টিভি)।

সহযোগী সদস্যরা হলেন- মো. রোকনউজ্জামান (বাংলাভিশন), গোলাম কাদির রবু (এটিএন নিউজ), কামরুজ্জামান বাবলু (যায়যায়দিন), আব্দুল্লাহ আল রায়হান (এস এ টিভি), শাহাদাত হোসেন (যমুনা টিভি), মাহমুদ শাওন (দীপ্ত টিভি), মো. ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক), মো. রাকিব উদ্দিন (সংবাদ), মো. জাহিদুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), এইচ এম নূর আলম পিন্টু (এস এ টিভি), রাজীব আহম্মদ (সমকাল), জাকিয়া আহমেদ (বাংলা ট্রিবিউন), হাবিবুর রহমান পলাশ (এশিয়ান টিভি), মো. মোসকায়েত মাশরেক (রেডিও টুডে), নূর মোহাম্মদ (মানবজমিন), ওবায়েদ অংশুমান (যুগান্তর), সায়ীদ আবদুল মালিক (ইনকিলাব), আসাদুজ্জামান আজম (অর্থসূচক), কামরুন নাহার (ফিনান্সিয়াল এক্সপ্রেস), আফরিন জাহান (বিটিভি), সৈকত সাদিক (দেশটিভি), আহাদ হোসেন টুটুল (দীপ্ত টিভি), মো. মাজাহারুল ইসলাম (আমাদের অর্থনীতি), এন আর সোহেল (ভোরের ডাক), শাহিদ বাপ্পী (আমাদের সময়), মোহাম্মদ আল মাসুম মোল্লা (ঢাকা ট্রিবিউন), আতাউর রহমান (সমকাল), খন্দকার হানিফ রাজা (দেশ বাংলা), মো. আকবর আলী (দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম), রুমানা আফরোজ রাখি (আমাদের সময়), সাজ্জাদ হোসেন (আলোকিত বাংলাদেশ), মশিউর রহমান রুবেল (জনতা), জিহাদুর রহমান জিহাদ (বিটিভি), মো. নাফিউল ইসলাম লিংকন (চ্যানেল টুয়েন্টিফোর), শফিকুল ইসলাম (নয়া দিগন্ত), সঞ্জয় দাস (৭১ টিভি), কুতুব উদ্দিন জসিম (জনকণ্ঠ), মো. কবিরুল ইসলাম (আজকের পত্রিকা), জাহাঙ্গীর কিরণ (মানবকণ্ঠ)।

ডিআরইউ গঠনতন্ত্রের ৬ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির চূড়ান্ত সভা শুক্রবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ ছাড়া চলতি মাসের ১৯ আগস্ট বাছাই কমিটির আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে গঠনতন্ত্রের ৩(১) ধারা অনুযায়ী ১২ জনকে স্থায়ী সদস্য পদ প্রদানের সুপারিশ করা হয়। একইসঙ্গে গঠনতন্ত্রের ৩(২) ধারা অনুযায়ী সহযোগী সদস্য পদ প্রদানের জন্য ৩৯ জনকে সুপারিশ করা হয়। গঠনতন্ত্রের ৪(গ) ধারা অনুযায়ী সংগঠনের সদস্যবৃন্দ সদস্য হিসেবে সুপারিশকৃতদের বিষয়ে কোনো মতামত, অভিযোগ বা আপত্তি থাকলে তা তালিকা প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে ডিআরইউ কার্যালয়ে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ