1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

৪ জিবি র‍্যামের এস৬ এজ প্লাস উন্মুক্ত করল স্যামসাং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ১৪৩ Time View

মুনাফা অর্জনের দিক থেকে সময়টা ভালো যাচ্ছে না স্যামসাংয়ের। এই অবস্থা কাটাতে অনেক দিনের জল্পনা কল্পনা এবং গুজবের অবসান ঘটিয়ে স্যামসাং আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে গ্যালাক্সি এস৬ এজ প্লাস নামের একটি ডিভাইস। hbkস্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। আর তাই আইফোন ৬ প্লাসের সাথে বেশ ভালোই লড়াই জমে উঠবে।
প্রিমিয়াম রেঞ্জের এই স্মার্টফোনে রয়েছে ৫.৭ ইঞ্চি কিউএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজ্যুলেশন ২৫৬০*১৪৪০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষায় থাকছে কর্নিং গরিলা গ্লাস ৪। গ্যালাক্সি এস৬ এজের মতো এতেও আছে ডুয়েল এজ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ৭৪২০ অক্টা কোর ৬৪ বিট প্রসেসর। আর রয়েছে মালি টি৭৬০ জিপিইউ।
স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হলো এতে থাকা ৪ জিবি এলপিডিডিআর-৪ র‌্যাম। আর থাকছে ৩২ জিবি এবং ৬৪ জিবির আলাদা দুটি ভ্যারিয়েন্ট। তবে থাকছে না কোন মেমোরি কার্ড স্লট।
এতে ১৬ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৪ জিবি র‌্যামের এই ডিভাইসে স্যামসাং ৬৪-বিট ১৪ ন্যানোমিটার অক্টা-কোর প্রসেসর রয়েছে। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ডিভাইসে ৩০০০ এমএওএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটির ৩২ জিবি এবং ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮১৪.৯৯ ডলার এবং ৯১৪.৯৯ ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ