1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

ওয়ার্কার্স পার্টি থেকে ৪ জন বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১২
  • ১১২ Time View

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে ৪ জন নেতা ও সদস্যকে বহিষ্কার করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপস্থিত পলিটব্যুরো সদস্যদের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্তে এদের বহিষ্কারাদেশ জারি করেন।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামররুল আহসান মঙ্গলবার সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানান।

বহিষ্কৃত নেতা ও সদস্যরা হলেন- ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম সবুজ, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের বাড্ডা থানা কমিটির সদস্য নূরে আলম ও সালাউদ্দিন আহমেদ, লালবাগ শাখার সম্পাদক এস এম ফয়েজ।

গুরুতর শৃঙ্খলাভঙ্গের দায়ে পার্টি গঠনতন্ত্রের ধারা ২৬ উপধারা ৪ অনুসারে এদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতদের পার্টির সব স্তর থেকেই বহিষ্কার করা হয়েছে জানিয়ে কামরুল আহসান জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট জেলা কমিটি ও ঢাকা মহানগর কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জাহাঙ্গীর আলম সবুজ খুলনা অঞ্চলের শ্রমিক রাজনীতিতে একজন পরিচিত মুখ।

সবুজের বহিষ্কারের ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে দলের একজন পলিটব্যুরো সদস্য বাংলানিউজকে বলেন, দলের পরিচয় ব্যবহার করে তার কিছু সুবিধা নেওয়ার খবর সম্ভবত দলীয় নেতৃবৃন্দের কাছে এসে থাকতে পারে। এজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

জাহাঙ্গীর আলম সবুজ যুব মৈত্রী`রও কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক। বুধবার বেলা ১১টায় যুব মৈত্রী বিশেষ বৈঠকে বসে তাকে যুব মৈত্রী থেকে বহিষ্কার করবে বলেও সূত্রের খবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ