1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

অত্যাধুনিক সব ফিচার নিয়ে গ্যালাক্সি জে ৭ এবং গ্যালাক্সি জে ৫ বাজারে

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ১৩৫ Time View

স্যামসাং গ্যালাক্সি জে ৭ এবং গ্যালাক্সি জে ৫ নামের দুটি নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। আজ ৮ আগস্ট শনিবার নতুন এই স্মার্টফোন দুটি বাজারে ছাড়া হয়। ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে এই স্মার্টফোনে আছে শক্তিশালী frtyhtfgপ্রযুক্তি এবং অত্যাধুনিক সব ফিচারের সমন্বয়।

গ্যালাক্সি জে ৭-এ আছে ৫.৫ ইঞ্চি এবং গ্যালাক্সি জে ৫-এ আছে ৫ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে আরো আছে এফ ১.৯ সমৃদ্ধ একটি অসাধারণ রিয়ার ক্যামেরা যা দিয়ে যে কোনো আলোয় চমৎকার সব ছবি তোলা যাবে। ফোনটির সামনে ও পেছনের ক্যামেরায় থাকছে এলইডি ফ্ল্যাশ, ম্যানুয়াল অ্যাপারচার সেটিংস এবং অ্যাডভান্সড ফটো সেটিংস।

ফোন দুটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

জে ৫ এবং জে ৭ দুটো ফোনেই রয়েছে ১.৫ জিবি র‍্যাম। এ ছাড়া জে ৫-এ আছে ৬৪ বিটের অক্টা-কোর এবং জে ৭-এ আছে কোয়াডকোর প্রসেসর। চার্জ ধরে রাখার জন্য জে ৭-এ রয়েছে ৩০০০ এমএএইচ এবং গ্যালাক্সি জে ৫-এ রয়েছে ২৬০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি।

নতুন দুটি স্মার্টফোনের বিষয়ে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল ডিভিশন হাসান মেহেদী বলেন, ‘স্যামসাং নতুন গ্রাহকের অভিজ্ঞতা এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে লাইফস্টাইল সলিউশন তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ।
গ্রাহকদের মিড রেঞ্জের হ্যান্ডসেট ক্রয়ের সুযোগ দিতে গ্যালাক্সি জে ৭ এবং গ্যালাক্সি জে ৫ নিয়ে এসেছি আমরা। চমৎকার ফটোগ্রাফি এবং শক্তিশালী কার্যক্ষমতাসম্পন্ন এই ডিভাইসগুলো গ্রাহকদের দেবে অতুলনীয় অভিজ্ঞতা।’

স্যামসাং গ্যালাক্সি জে ৭-এর দাম রাখা হয়েছে ২১ হাজার ৯০০ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি জে ৫-এর দাম ১৮ হাজার ৯০০ টাকা। স্যামসাং গ্যালাক্সি জে সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা কল করতে পারেন ০৯৬১২-৩০০-৩০০ অথবা পার্শ্ববর্তী স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে ভিজিট করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ