1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী আজ তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ১৫২ Time View

সরকার ও জনসাধারণের মধ্যে সেতুবন্ধ গডার লক্ষ্যে রাজধানীর সার্কিট হাউজ রোডে বর্তমান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রাঙ্গণে ‘তথ্যভবন’ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। 6545আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের আওতায় তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ৬০ কোটির বেশি টাকা ব্যয়ে প্রায় ৩৮ কাঠা জমির উপর ১৬তলা বিশিষ্ট তথ্যভবনটি নির্মিত হবে। এ ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অফিসের স্থান সংকুলান হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য সচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
এর আগে গত ৬ আগস্ট বৃহস্পতিবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রাঙ্গণে তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিছল। প্রধানমন্ত্রী শেখ হাসিনারই এ ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল। তারও আগে এক তথ্য বিরণীতে বলা হয়, এ তথ্যভবন সরকারের তথ্য সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের মিলনমেলা হবে। এ ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অফিসের স্থান সংকুলান হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ