1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হাসিনার সঙ্গে ইনু-মেননের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ১১১ Time View

দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা বৈঠক করেছেন ১৪ দলীয় জোটের দুই প্রধান শরিক দলের শীর্ষ নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

সোমবার দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত গণভবনে হাসানুল হক ইনু, আর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন রাশেদ খান মেনন।

হাসানুল হক ইনু গণভবনে একা বৈঠক করলেও রাশেদ খান মেননের সঙ্গে ১৪ দলীয় জোটের আরেক শরিক দল গণতন্ত্রী পার্টি ও সাম্যবাদী দলের নেতারা শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হন।

দু’টি বৈঠকেই বিরোধীদলের সোমবারের মহাসমাবেশসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং ১৪ মার্চ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অনুষ্ঠেয় ১৪ দলের সমাবেশ নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নেতাকেই যেকোনো মূল্যে ঐক্য অটুট রাখার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার প্রক্রিয়া নস্যাতের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে বলেন।

শেখ হাসিনার সঙ্গে বৈঠক সম্পর্কে হাসানুল হক ইনু সংসদ অধিবেশন চলাকালে সাংবাদিকদের বলেন, ‘আমি চা খেতে গিয়েছিলাম। প্রায় আধ ঘণ্টা ছিলাম। চা খেয়ে চলে এসেছি’।

কী আলোচনা হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক আলোচনা ছাড়া আর কোনো আলোচনার সুযোগ নেই। স্বভাবতই রাজনৈতিক বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’

অপরদিকে রাশেদ খান মেনন জানান, জোটগত বিষয় নিয়েই তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হয়েছে।

রাশেদ খান মেননের সঙ্গে উপস্থিত ছিলেন, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুল রহমান সেলিম, অধ্যাপক শহিদ উল্লাহ শিকদার, শাহাদাত হোসেন ও সাম্যবাদী দলের আবু হানেফ শাহাবউদ্দিন।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন ১৪ দলের আরেক শরিক দল গন্ততান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বলে সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ