1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্নস্থানে লীগ-বিএনপি-পুলিশ সংঘর্ষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ৯৯ Time View

রাজধানীর বিভিন্নস্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার ঢাকা চলো কর্মসূচিতে যোগ দিতে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে যেতে চাইলে এ ঘটনাগুলো ঘটে।

বাটা সিগন্যাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট মাহমুদুল হাসান জানান, দুপুর ১২টার দিকে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে যেতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সামনেই লাঠি, রড নিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে তাদের ব্যানার, ফেস্টুন কেড়ে নিয়ে তা পুড়িয়ে দেয়।

প্রতক্ষদর্শীরা জানান, এসময় তারা বিক্ষিপ্তভাবে কয়েকটি বিকট শব্দ শুনেন। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

এদিকে সিনিয়র করেসপন্ডেন্ট ইশতিয়াক হুসাইন জানান, মৎস ভবনের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

জানা গেছে, ওই এলাকার প্রধান সড়ক দিয়ে রাষ্ট্রপতির গাড়ি বহর যাচ্ছিল। এমন সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইল মসজিদ থেকে মৎস ভবনের দিকে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে।

বিএনপির নেতাকর্মীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

সাইন্সল্যাবেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আমাদের চিফ ফটো সাংবাদিক জীবন আমীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ