1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

গোলাম আযমের পরবর্তী শুনানি ১৩ মার্চ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ৬৭ Time View

মানবতাবিরোধী অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে গঠিত অভিযোগের উপর আসামি পক্ষের যুক্তিতর্ক ১৩ মার্চ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার গোলাম আযমের বিরুদ্ধে গঠিত অভিযোগের উপর যুক্তিতর্ক হওয়ার কথা থাকলেও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় তা অনুষ্ঠিত হয়নি।

পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবির ১৩ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

কিন্তু এর বিরোধীতা করেন ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি জহির আহামেদ।

তিনি বলেন, আসামি পক্ষের আইনজীবীদের এ বিষয়ে সুযোগ দেওয়ায় আমি দ্বিমত পোষণ করলাম। কারণ আসামি পক্ষ উপস্থিত না হয়ে ট্রাইব্যুনালকে অপমান করেছেন। কোনও কারণে তারা না আসতে পারলে সরকারি আইনজীবী নিতে পারতো।

তিনি আরও বলেন, আগেরদিন আবেদন করে আদলতে না আসা ট্রাইব্যুনালের জন্য খুবেই বাজে উদাহারণ হয়েছে। ভবিষতের জন্য দুপক্ষকে এ বিষয়ে সতর্ক থাকাতে বলেন তিনি।

এদিকে গোলাম আযমের বিরুদ্ধে গঠিত অভিযোগের উপর শুনানির সময় ও নথিপত্র চেয়ে দুটি আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

৬ মার্চ প্রসিকিউটররা অভিযোগের উপর শুনানি করেন।

এর আগে গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বিষয়ক মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার সিডি ও ডিভিডিওসহ ডকুমেন্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করেন প্রসিকিউটাররা।

পরে গোলাম আজমের উপস্থিতিতে এসব ডকুমেন্ট ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, গোলাম আযমের বিরুদ্ধে ৬২টি অভিযোগের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা ও তাদের সঙ্গে চক্রান্ত করার জন্য ছয়টি, তাদের সঙ্গে পরিকল্পনার তিনটি, উস্কানি দেওয়ার ২৮টি, তাদের সঙ্গে সম্পৃক্ততার ২৪টি এবং ব্যক্তিগতভাবে হত্যা ও নির্যাতনের একটি অভিযোগ রয়েছে।

এদিকে গোলাম আযম ১১ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ট্রাইব্যুনাল তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ