পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বারাক ওবামা বলেন, “নতুন চাঁদ ওঠার সঙ্গে যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে, সেই সময়টাতে যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে যারা এই মাসটি পালন করছেন, তাদের সবাইকে মিশেল আর আমি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।”
শুভেচ্ছা বার্তায় ওবামা বলেন, রমজান মাসে রোজা পালনের প্রথা মুসলিম সমাজ ও সংস্কৃতির সমৃদ্ধি ও বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্য তুলে ধরে। এটা এমন একটা সময় যখন প্রতিকূলতার মধ্য দিয়ে বিশ্বাস, অনুকম্পা, ক্ষমা ও অধ্যবসায় জোরদার করা যায়। দানের এই মাসে, সংঘর্ষ, ক্ষুধা, দারিদ্র্য এবং রোগ-ব্যাধিতে আক্রান্ত মানুষকে সাহায্য করতে সারা বিশ্বের মুসলমানরা হাত বাড়িয়ে দেয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সারা দেশে আমেরিকান মুসলমানদের যে কাজ করে থাকেন তাদের সেসব কাজের স্বীকৃতি দিতে এবং পবিত্র রমজান মাসকে সম্মান জানাতে হোয়াইট হাউজে আমাদের বার্ষিক ইফতার নৈশভোজের জন্য আমি অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তাদের স্বাগত জানাতে। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা।”
‘রমজান করিম’ বলে শুভেচ্ছা বার্তা শেষ করেন ওবামা।