জলবায়ু আলোচনায় বান কি মুন

জলবায়ু আলোচনায় বান কি মুন

রাজধানীর একটি হোটেলে ক্লাইমেট ভালনারেবল ফোরামের দ্বিতীয় দিনের সভা শুরু হয়েছে। এতে বক্তব্য রাখছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি এ অনুষ্ঠানের বিশেষ অতিথি।

বিশ্ব জলবায়ু আলোচনায় জলবায়ু বিপন্ন দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জলবায়ু বিপন্ন দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভারনারেবল ফোরামের (সিভিএফ) ঢাকা সভার প্রথম দিন ছিলো রোববার। প্রথম দিন ছিলো সভার কারিগরি অধিবেশন।

সোমবার সভার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে মূল অধিবেশন শুরু হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ অনুষ্ঠানে বক্তব্য দেবেন। দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়েছে।

সিভিএফের সভায় ১৭টি দেশের প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি রয়েছেন ১১টি দেশের।

রোববার কারিগরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নেইল ওয়াকার, বন ও পরিবেশ সচিব মেজবাহ-উল-আলম।

জলবায়ু পরিবর্তনে বিপন্ন দেশগুলোর নেতৃত্বে ২০০৯ সালে ক্লাইমেট ভালনারেবল ফোরাম গঠিত হয়। মালদ্বীপের রাজধানী মালেতে সর্বপ্রথম এর সম্মেলন হয়। এবার হচ্ছে সিভিএফের তৃতীয় সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

বাংলাদেশ শীর্ষ খবর