1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০১৫
  • ৯৬ Time View
1433148200পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পুরো রমজানে এসব প্রতিষ্ঠানের অফিস সকাল নয়টায় শুরু হবে এবং শেষ হবে বিকাল সাড়ে তিনটায়। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট কাজে বিরতি থাকবে। রমজান ছাড়া সাধারণত সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম। এদিকে কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গৌহাটি বাস সার্ভিস বিষয়ে ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এদিকে আজ থেকেই কলকাতা-ঢাকা-আগরতলা রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়েছে। দুপুর ১২টায় ভারতের একটি বাস বেনাপোল স্থলবন্দর দিয়ে পাটুরিয়া ফেরি পার হয়ে মানিকগঞ্জ দিয়ে সন্ধ্যায় ঢাকা পৌঁছার কথা রয়েছে। এরপর ২ জুন ঢাকা থেকে আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরার আগরতলার উদ্দেশে ছেড়ে যাবে। পরীক্ষামূলকভাবে বাস চলাচলের পর থেকেই নিয়মিতভাবে কলকাতা-ঢাকা-আগরতলা যাত্রীবাহী বাস চলাচল শুরু হবে বলে সড়ক ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এছাড়া ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন-২০১৫’র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে। জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এবং ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস- বিআইএসের মধ্যে চুক্তির স্বাক্ষরের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ