1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র সাথে ডেনমার্কের বাণিজ্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ১৪২ Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র সাথে আজ সন্ধায় তাঁর নিজস্ব বাসভবনে ডেনমার্কের বানিজ্য ও উন্নয়ন সমবায় মন্ত্রী মি. মোগেন্স জেনসেন (Mr. Morgens Jensen) এর সৌজন্য সাৰাৎ হয়।

সৌজন্য সাৰাতে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ডেনমার্কের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের আর্থনৈতিক উন্নয়নে ডেনমার্কের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা বলেন বিশেষ করে কৃষি, বানিজ্য, পরিবহন, মৎস্য ও গ্রামীন উন্নয়নে ডেনমার্ক বিশেষ ভূমিকা রাখতে পারে।

ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সমবায় মন্ত্রী এসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন এ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।

বিরোধীদলীয় নেতা ডেনমার্কের বাণিজ্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ডেনমার্কে রপ্তানির মাধ্যমে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে তাছাড়াও ড্যানিডাসহ বিভিন্ন ড্যানিশ কোম্পানি এদেশে কাজ করে দেশের জনগনের কর্মসংস’ানের সুযোগ সৃষ্টি করার ফলে বেকারত্ব দূরীকরণে ডেনমার্ক বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।

এক প্রশ্নের উত্তরে বিরোধীদলীয় নেতা দেশের বর্তমান সংঘাতময় পরিসি’তি অচিরেই স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এতে আরো উপসি’ত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ফখর্বল ইমাম এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, ডেনমার্কের স্টেট সেক্রেটারী মি. মার্টিন বি হারমান, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুগোল ইস্কেজার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ