বৃহস্পতিবার যাত্রা শুরু করতে যাচ্ছে নোকোন গ্রুপের নতুন উদ্যোগ ‘ভিলেজ রেস্টুরেন্ট’।
দ্বিতল ভবনবিশিষ্ট নতুন এ রেস্তরাঁয় আগত অতিথিদের জন্য থাকছে দেশি-বিদেশি রকমারি খাবার।
ভিলেজ রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ৩৩ গুলশান এভিনিউতে (চিকেন কিং-এর বিপরীতে) বর্ণাঢ্য এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া, বিনোদন ও ক্রীড়া জগতের নন্দিত তারকাসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরাও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এছাড়াও উপস্থিত থাকবেন ভিলেজ রেস্টুরেন্টের চেয়ারম্যান আজিজ দামজি, ব্যবস্থাপনা পরিচালক শাকির কারসাজ, পরিচালক আমব্রিন দামজি, পরিচালক হাফিজুর রাহমান এবং পরিচালক আলিফুর রাহমান।