1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

মহাজোটের মহাসমাবেশে যোগ দিচ্ছেন না এরশাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ১০৪ Time View

১৪ তারিখে মহাজোটের মহাসমাবেশে যোগ দিচ্ছে না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার সকাল সোয়া ৯টায় ফেনী জেলার মহুরীগঞ্জের সমিতির বাজার নামক স্থানে নদী পরিদর্শনকালে তিনি একথা জানান।

নদীর রক্ষায় জাতীয় পার্টির লংমার্চের পরদিন নদী পরিদর্শনে যান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান এটিএম গোলম মাওলা চৌধুরী, এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনিল শুভরায়, যুগ্ম-মহাসচিব রেজাউল করিম ভূঁইয়া প্রমুখ।

এরশাদ বলেন, সরকার চিরস্থায়ী নয়। তবে এ সরকারকে অনুরোধ জানাবো ফেনী নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।

তিনি বলেন, দেশকে আস্তে আস্তে মরুভূমি করার জন্য ষড়যন্ত্র চলছে। অভিন্ন নদীগুলোতে ৩ হাজার ৬০০ বাঁধ দিয়ে পানি সরিয়ে নিচ্ছে। আরো ১ হাজার বাঁধ নির্মাণের কাজ হাতে নিয়েছে ভারত। ১৬ কোটি মানুষ একসঙ্গে আওয়াজ তুলতে না পারলে দেশকে মরুভূমি করার ষড়যন্ত্র ঠেকানো সম্ভব নয়।

তিনি মঙ্গলবার আবারও সরকারের দু’জন উপদেষ্টার সমালোচনা করে বলেন, ‘তাদের কথাবার্তায় মনে হয় তারা ভারতের মানুষ। এ ঘটনা জাতির জন্য দুঃখজনক।’

তিনি লংমার্চে অংশ নেওয়া সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমরা এসে ফেনীবাসী ও আমার হৃদয় জয় করেছো। তোমাদের লেখনীর মাধ্যমে আমাদের এই প্রাণের দাবিকে তোমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছো। আমি জানি তোমরা দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে অনেক ভূমিকা রেখেছো। আমি আশা করবো, পানি নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে তোমাদের সরব ভূমিকা অব্যাহত থাকবে।’

নদী পরিদর্শন শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন এরশাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ