ল্যাপটপ কিংবা ট্যাবের চেয়েও আকারে ছোট হয়ে এসেছে ডেস্কটপ পিসি!
মাত্র চার বর্গ ইঞ্চি আকারের এ মিনি ডেস্কটপ’ পিসিটি মনিটর ছাড়াও টিভির সঙ্গে সংযুক্ত করে দিব্যি চালাতে পারবেন ব্যবহারকারীরা। অফিস এবং ঘরোয়া কাজের বাইরে ‘ডিজিটাল সাইনেজ’প্রদর্শনেও ব্যবহার করা যায় এই ‘ইন্টেল নাক পিসি’।
পাশাপাশি ডেস্কটপটিতে রয়েছে ওয়াইফাই ইন্টেল ওয়াইডাই, দুইটি করে ইউএসবি-২ ও ৩ পোর্ট, মিনি এইচডিএমআই, ল্যানপোর্ট, এইচডি অডিও এবং লক সুবিধা। এছাড়াও শক্তিশালী এই খুদে পিসির সঙ্গে থাকছে অরিজিনাল এন্টিভাইরাস সফটওয়্যার।
দেশের বাজারে এই বহনযোগ্য ‘ডেস্কটপ পিসি’ এনেছে কম্পিউটার সোর্স। এক বছরের বিক্রয়োত্তর সেবায় ইন্টেল ডি৩৪০১০ডব্লিউওয়াইকে নাক পিসির দাম ২৬ হাজার টাকা। ফোন: ০১৭৩০৩৫৯২৬৩।