1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

পিসির আকার ৪ ইঞ্চি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৩ Time View

pc4ল্যাপটপ কিংবা ট্যাবের চেয়েও আকারে ছোট হয়ে এসেছে ডেস্কটপ পিসি!

মাত্র চার বর্গ ইঞ্চি আকারের এ  মিনি ডেস্কটপ’ পিসিটি মনিটর ছাড়াও টিভির সঙ্গে সংযুক্ত করে দিব্যি চালাতে পারবেন ব্যবহারকারীরা। অফিস এবং ঘরোয়া কাজের বাইরে ‘ডিজিটাল সাইনেজ’প্রদর্শনেও ব্যবহার করা যায় এই ‘ইন্টেল নাক পিসি’।

দীর্ঘ গবেষণার পর ভবিষ্যত প্রযুক্তি ধারণাকে সঙ্গী করে (নেক্সট ইউনিট অব কম্পিউটিং) চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর সমন্বিত এই পিসিতে আছে ইন্টেল কোরআই থ্রি ১.৭ গিগাহার্জ প্রসেসর। আর চাইলে এতে আট জিবি পর্যন্ত ল্যাপটপ র্যা ম এবং চারটি পর্যন্ত ল্যাপটপ হার্ডডিস্ক ব্যবহার করা যায়।

পাশাপাশি ডেস্কটপটিতে রয়েছে ওয়াইফাই ইন্টেল ওয়াইডাই, দুইটি করে ইউএসবি-২ ও ৩ পোর্ট, মিনি এইচডিএমআই, ল্যানপোর্ট, এইচডি অডিও এবং লক সুবিধা। এছাড়াও শক্তিশালী এই খুদে পিসির সঙ্গে থাকছে অরিজিনাল এন্টিভাইরাস সফটওয়্যার।

দেশের বাজারে এই বহনযোগ্য ‘ডেস্কটপ পিসি’ এনেছে কম্পিউটার সোর্স। এক বছরের বিক্রয়োত্তর সেবায় ইন্টেল ডি৩৪০১০ডব্লিউওয়াইকে নাক পিসির দাম ২৬ হাজার টাকা। ফোন: ০১৭৩০৩৫৯২৬৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ