1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১৪৩৬ মেগাওয়াট বিদ্যুৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ৭১ Time View

electricity19সরকারের আন্তরিক উদ্যোগের ফলে বিদ্যুৎ খাত এ বছর এক হাজার ৪৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বর্তমানে দেশে ১১ হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এতে দেশের ৬৮ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে স্বল্প মূল্যে সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধা প্রদানের লক্ষ্যে এর উৎপাদন বৃদ্ধির জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০  মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ মডিউলার পাওয়ার প্লান্ট আগামী মাস থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। আগামী এপ্রিল থেকে মেঘনা ঘাট ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল আইপিপি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। আশুগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল পাওয়ার প্লান্ট এ বছরের আগস্টে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। এছাড়া আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল এবং বিবিয়ানা-২, ৩৪১ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল আইপিপি পাওয়ার প্লান্টও এ বছর বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে সূত্র জানিয়েছে।

দেশের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে সরকার বিদ্যুৎ খাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সরকার ৪০ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্যোগ নিয়েছে। এছাড়া সরকার কয়লাভিত্তিক একটি বিশাল বিদ্যুৎ প্রকল্পও গ্রহণ করেছে। এর উৎপাদন ক্ষমতা হবে ১০ হাজার মেগাওয়াট। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ