1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বাসে আগুন, চিকিৎসক দম্পতিসহ দগ্ধ ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ৬১ Time View

bus fire6নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সমবায় নিউ মার্কেটের সামনে একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  আগুনে ওই বাসের চালকসহ প্রায় ১০জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রী ও আড়াই বছরের শিশু সন্তান রয়েছে। পুলিশ এ ঘটনায় এক জনকে আটক করেছে।

রোববার রাতে বন্ধন পরিবহনের বাসটি অভিনব কায়দায় আটকে আগুন দেয়া হয়।
বাসের চালক করিমউল্লাহ সাংবাদিকদের জানান, বন্ধন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-০০৩৩) রোববার রাত সাড়ে ৯ টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার সময়ে শহরের সমবায় নিউ মার্কেটের সামনে পাঁচ ছয়জন যুবক কাঠের মধ্যে তারকাঁটা মেরে চাকার নিচে ফেলে দেয়। বিষয়টি তিনি দেখে বাস থামানোর পরেই ওইসব যুবকেরা বাসের গ্লাস ভাঙচুর করতে থাকে। তাদের মধ্যে কয়েকজন যুবক বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বাসটি আগুনে পুড়তে থাকে।
আগুনে চালক করিমউল্লাহ সহ প্রায় ১০জন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয় জনকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা  হলেন- ডা. সাইফুল ইসলাম, তার স্ত্রী  ডা. শারমিন সিদ্দিকী, আড়াইবছরের শিশু সাফিন, মিজানুর রহমান, ইমান আলী ও সোহাগ। আহত ছয় জনের মধ্যে প্রথম তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আজিম গাজী নামের একজনকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ