1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

রাজধানীতে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ৭৩ Time View

pettrol bomaরাজধানীর মৎস্য ভবনের সামনে শনিবার রাতে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা ছুড়েছে অবরোধকারীরা। এ ঘটনায় আহত হয়েছে ১৩ পুলিশ সদস্য। তাদের চার জন ঢাকা মেডিকেল, একজন স্কয়ার হাসপাতালে ও আট জন চিকিৎসাধীন রয়েছেন রাজারবাগ পুলিশ হাসপাতালে।

অবরোধে দায়িত্ব পালন শেষে রাজারবাগ ফিরছিলেন ৫০ পুলিশ সদস্য। রাত সাড়ে আটটার দিকে মৎস্য ভবনের সামনে পৌঁছলে গাড়ি লক্ষ্য করে বেশ কটি পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। গাড়ির সামনের অংশে আগুন লেগে যাওয়ায়, এসআই আজাদসহ আহত হয় ১৩ কজন। তাদের চার জনকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আহত পুলিশ সদস্য মোর্শেদের শরীরের চল্লিশ শতাংশ পুড়ে গেছে। আর মাথায় গুরুতর আঘাত পেয়েছেন শামীম। তার অবস্থা আশঙ্কাজনক।

এ হামলা অবরোধকারীরা চালিয়েছে জানিয়ে, ডিএমপি কমিশনার বলেন, জড়িতের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গুরুতর আহত শামীমের মাথায় স্প্লিন্টারের জখম থাকায় তাকে নেয়া হয়েছে স্কয়ার হাসপাতালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ