সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ পুনঃগঠন করেছেন নতুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আপিল বিভাগের এক নম্বর আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বসবেন।
অপর বেঞ্চ জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বে বিচার কাজ পরিচালনা করবেন।
এ বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি ঈমান আলী ও বিচারপতি এ এ এইচ এম শামছুদ্দিন মানিক চৌধুরী। ইতিপূর্বে এ বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা।
শনিবার সকাল ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শপথগ্রহণের পর আপিল বিভাগের বেঞ্চ দুটি পুনঃগঠন করেন।