1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

রিয়াজের হামলাকারীদের শনাক্তের চেষ্টায় পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ৭৯ Time View

riyazবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। বিএনপি বলছে, কূটনৈতিক অঙ্গণে তাদের পঙ্গু কোরে দেয়ার চক্রান্ত হিসেবে এ হামলা হয়ে থাকতে পারে।

হামলার জায়গাটি হলুদ টেপ দিয়ে আলাদা করে রেখেছে সিআইডি। মঙ্গলবার রাতের ভয়ঙ্কর হামলার নিশানা এখন শুধু রাস্তায় পোড়া দাগ, আর ছড়ানো গাড়ির কাচ। আলামত সংগ্রহ ব্যস্ত ফরেনসিক বিভাগ। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেয় গোয়েন্দারা। তদন্তের অগ্রগতি নিয়ে মুখ খুলতে নারাজ তারা।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন দেশের আরেকপ্রান্তে চট্টগ্রামে এক অনুষ্ঠানে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীআসাদুজ্জামান খাঁন কামাল বললেন, “দোষীদের বিচারের আওতায় আনা হবে।”

ঘটনার পরপরই দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় রিয়াজ রহমানকে। দুপুরে হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং এ জানানো হয়, তার শরীরে কোনো মেটালিক অবজেক্ট বা গুলি পাওয়া যায়নি। তবে একদিক দিয়ে গুলি ঢুকে আরেকদিক দিয়ে বের হয়ে যাওয়ার চিহ্ন আছে।

বিএনপি কয়েকজন নেতা ও কুটনীতিকরা রিয়াজ রহমানকে হাসপাতালে দেখতে যান। বিএনপির পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী বলেন, সরকার চাইলেই হামলাকারীদের খুঁজে বের করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ