সাইটে পোস্ট করা সহিংস ভিডিও ক্লিপ এবং ছবির ওপর বাধানিষেধ আরোপ করছে ফেসবুক কর্তৃপক্ষ । এজন্য এ ধরনের ভিডিও’র ওপর সতর্কবার্তা দেয়া হচ্ছে।
ফলে এ সব ভিডিও’র ওপর ক্লিক না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
এছাড়া ১৮ বছরের কম বয়সীদের গ্রাফিক ভিডিও ও ছবি দেখা বন্ধেরও ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।
প্রথমেই এই বিধিনিষেধের আওতায় পড়েছে প্যারিসে নিহত পুলিশ সদস্য আহমেদ মিরাবেতের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যের মতো বেশ কিছু সহিংসতা সম্বলিত ভিডিও। -বিবিসি