1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

মঞ্চে শেখ হাসিনা, সমাবেশ চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০১৫
  • ৭২ Time View

alig logoবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ চলছে। সোমবার বেলা দুইটার পর সমাবেশ শুরু হয়। ইতিমধ্যে সমাবেশে এসে হাজির হযেছেন প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে এই সমাবেশে ব্যাপক শোডাউন করছে আওয়ামী লীগ।

রোববার বিকালে সমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ অন্য নেতারা। এ সময় হানিফ সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনুমতি নিয়েই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে।”

এর আগে দুপুরে দলের পক্ষে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধম্যে সমাবেশের কথা জানানো হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আগামী ১২ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভাকে সফল করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ সকল শ্রেণী-পেশা এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ