1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

ফরিদপুরে রূপালী ব্যাংকের দেড় কোটি টাকা লুট

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ৭৫ Time View

rupali bankফরিদপুর শহরের নিলটুলী এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেড় কোটি টাকা খোয়া গেছে।

রোববার ঘটনা জানাজানি হয়। পুলিশ ও কর্মকর্তারা কোনো সাংবাদিককে ব্যাংকে ঢুকতে দেয়নি। এমনকি ঘটনা সম্পর্কে পুলিশ বা ব্যাংকের কোনো কর্মকর্তা কাউকে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

এ ঘটনায় পুলিশ ওই ব্যাংকের এক কর্মচারী, এক প্রহরী ও তিন আনসার সদস্যসহ পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পরপর দুই সপ্তাহের ছুটির পর কালই ব্যাংক খোলার পর ভোল্ট খোলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোল্ট থেকে প্রায় দেড় কোটি টাকা খোয়া গেছে।

গ্রাহকরা জানান, রোববার সকাল ১০টার দিকে ব্যাংকে টাকা তুলতে গেলে প্রথমে কম্পিউটার হ্যাক হওয়ায় লেনদেনে সমস্যা হচ্ছে বলে জানানো হলেও টাকা দেয়া হয়নি। পরে জানা যায়, ব্যাংকের ভোল্টে কোনো টাকা নেই। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের কাউকে ভেতরে ঢুকতে দেয়নি।

রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায় জানান, ঘটনাটি পরে সাংবাদিকদের জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ