1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

চমক নয় যৌক্তিক দাবি নিয়ে সংসদে আসুন: বিএনপিকে কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মার্চ, ২০১২
  • ৯৯ Time View

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেছেন, সংসদে খোলামেলা মন নিয়ে ১৬ কোটি মানুষের যৌক্তিক দাবি তুলে ধরলে তা মেনে নেওয়া হবে। কিন্তু চমক দেওয়ার জন্য সংসদে এসে নির্বাচন ও ক্ষমতা কেন্দ্রীক আলোচনা করবেন তা হবে না।

শুক্রবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৮তম নবীন চারুকলা শিল্প প্রদর্শনী-২০১২ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করলে মেনে নেওয়া হবে। কিন্তু অপপ্রচার করবেন না, তা মেনে নেওয়া হবে না। সৃষ্টিশীল সুন্দর বাংলাদেশের জন্য পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে আলোচনা করতে হবে।

সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সংবাদ সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বিরোধী দলের এমন বক্তব্য অপ্রীতিকর ও অনভিপ্রেত। সরকার সংঘাতের উষ্কানি দিলে নিজেদের ক্ষতি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে সহিংস পরিবেশ সৃষ্টি করলে তার দায়ভার বিরোধী দলকে নিতে হবে। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের।

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, দারিদ্র দূরীকরণ ও জঙ্গিবাদ প্রতিহতের জন্য সম্মিলিত কাজ করতে হবে।

আদর্শহীন অসুস্থ রাজনীতির চর্চা সুস্থ রাজনীতির পথে অন্তরায়। বিবেধ না ছড়িয়ে সমঝোতার সেতুবন্ধন সৃষ্টি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের সঠিক তদন্তের জন্য প্রধানমন্ত্রী ‘ভেরি সিরিয়াস’।

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে বক্তব্য রাকেন শিল্পী হাশেম খান, শিক্ষাসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

২০১২ সালে বিভিন্ন শাখায় ৮ শিল্পীকে পুরস্কৃত করা হয়। পরে মন্ত্রী চারুকলার বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ