জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক ও দলীয় সূত্র জানায়, জাপা মহাসচিব তার গ্রামের বাড়ি রাউজানে অবস্থান করছিলেন। শনিবার বিকাল ৪টার দিকে হঠাৎ বুকে ব্যাথা শুরু হয়। এ সময় তাকে শহরের সিএসসিআর ক্লিনিকে ভর্তি করা হয়। পরে পরীক্ষা- নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, বাবলু স্ট্রোক করেছেন। বর্তমানে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক জামাল উদ্দিন আহমদের তত্ত্বাবধানে আছেন তিনি। ডা: জামাল উদ্দিন আহমদ মানবজমিনকে বলেন, জাপা মহাসচিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন। চট্টগ্রাম মহানগর জাপার সদস্য সচিব ইয়াকুব হোসেন জানান, রাউজানে মহাসচিবের একটি সমাবেশে বক্তব্য দেয়ার কথা ছিল। আজ দুপুরে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। দলীয় নেতাকর্মীরা তাকে দেখার জন্য সেখানে ভিড় করছে। দলের অপর একটি সূত্র জানায়, রাতেই তাকে ঢাকায় আনার প্রস্ততি চলছে।