1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

খিলগাঁওয়ে ৪০০ ফুট গভীর পাইপে আটকা পড়েছে শিশু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৭৩ Time View

রাজধানীর খিলগাঁও-শাহজাহানপুর কলোনি মাঠের পাশে ওয়াসার প্রায় ৪০০ ফুট গভীর পাইপে পড়ে আটকে আছে  জিয়াদ নামের চার বছরের একজন শিশু।  তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
image_111650_0
উদ্ধারকারীরা জানান, শিশুটি বেঁচে আছে। ডাকলে সে সাড়া দিচ্ছে। তার সঙ্গে কয়েক দফা কথা বলেছেন তারা। দড়ি ফেলে শিশুটিকে উদ্ধারের চেষ্টা হচ্ছে। শিশুটি কয়েক দফা দড়িটি ধরলেও পরে তা ছেড়ে দেয় বলে জানান তারা।

উদ্ধারকর্মীরা আরো জানান, শিশুটির জন্য খাবার ও অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

শিশুটি যেখানে পড়েছে, ওয়াসার ওই পাইপটি (পানির পাম্প স্থাপনের জন্য বসানো) কয়েক শ ফুট গভীর। এর ব্যাস মাত্র ১৪ ইঞ্চি হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা।

শিশুটির বাবার নাম নাসিমউদ্দিন। তিনি একটি নিরাপত্তা প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। সাংবাদিকদের তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে জিয়াদ ওই গর্তে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান জানান,  খবর পাওয়ার পর বিকাল চারটা থেকে শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ