1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

হাটহাজারীতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১২
  • ১০০ Time View

চট্টগ্রামের হাটহাজারীতে সংখ্যালঘুদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার চট্টগ্রামের মন্দিরের ভাঙচুরের ঘটনায় আদালতে চট্টগ্রামের এসপি, ওসি হাজির হলে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে হাটহাজারীতে ভাঙচুর করা মন্দির, ঘরবাড়ি ও দোকানপাট পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে সরকারকে নির্দেশ দেন আদালত। স্থাপনাগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার তিনদিন পর পূজা পালন নিশ্চিত করতেও আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন বাংলানিউজকে বলেন, ভাঙচুর করা সব স্থাপনা পুনরায় নির্মাণ করে দিতে বলা হয়েছে। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার জেড এ মোরশেদ আদালতকে জানান, এ ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার উস্কানিদাতা হিসেবে চারজনকে সনাক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী মন্দিরে ভাঙচুরের ঘটনায় প্রকাশিত একটি খবর আদালতের নজরে আনলে গত রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

একই সঙ্গে মন্দিরে ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ