ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃত যাত্রীর নাম এ কে এম গোলাম কবীর।
শনিবার সোয়া ১১টার দিকে স্বর্ণসহ যাত্রী গোলাম কবীরকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।
জানা যায়, মালয়েশিয়া থেকে বিমানের (এমএইচ ১০২ ফ্লাইট) যাত্রী এ কে এম গোলাম কবীর ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন। এ সময় সন্দেহ হলে তার দেহ ও লাগেজ তল্লাশি করে ৩ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তপক্ষ।