1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না, সমন্বয় হচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪
  • ৬২ Time View

electriiবিদ্যুতের মূল্য বাড়ানো হচ্ছে না তবে সমন্বয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ছে না। সময়ের সঙ্গে আমরা কেবল মূল্যটাকে সমন্বয়ের চেষ্টা করছি। এজন্য বিদ্যুৎ সাশ্রয় করতে হলে অপচয়ও কমাতে হবে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ আয়োজিত ‘আলোকিত বাংলাদেশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্জন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

গত পহেলা নভেম্বরের বিদ্যুৎ বিপর্যয়ের আসল কারণ কবে জাননো হবে জানতে চাইলে নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, দুই একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে আসল কারণ জানানো হবে।

তিনি আরো বলেন, বিদ্যুৎ ও গ্যাসের অপচয় ও দুর্নীতি রোধে অচিরের প্রি-পেইড মিটারের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি এবং অপচয় রোধ করার জন্য ইতোমধ্যে অনেক এলাকায় প্রি-পেইড মিটার সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

অতি শিগগির কিছু এলাকায়  প্রি-পেইড মিটার সিস্টেমে গ্যাস সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে বিদ্যুৎ ও গ্যাস খাতে প্রি-পেইড মিটার দেওয়া হবে। যাতে সাশ্রয় হয় এবং অপচয় বন্ধ হয় বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করা হচ্ছে। সম্পূর্ণ ডিজিটালাইজড হলে এ খাতের দুর্নীতি পুরোপুরি বন্ধ হবে।

দেশের সব সিএনজি স্টেশন ছাত্রদল-যুবদল নেতাদের দখলে রয়েছে দাবি করে বিপু বলেন, বিএনপি-জামায়াত জোটের সময় সবচেয়ে বড় ভুল ছিল সিএনজিকে ব্যাপকভাবে খুলে দেওয়া। ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রোডস এন্ড হাইওয়ের পাশে যুবদল-ছাত্রদলের নেতাদের দিয়ে সিএনজি স্টেশন দখল করা হয়েছে।

সিএনজির কারণে গ্যাস খাত একটি বিরাট ঘাটতির দিকে যাচ্ছে। তবে গ্যাস খাতে ম্যানেজমেন্ট দুর্বলতা রয়েছে বলে স্বীকার করেন নসরুল হামিদ।

ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্লিন এনার্জির জন্য সিএনজিকে রাখতে চায় সরকার। গণপরিবহণ স্বল্প মূল্যে যেন গ্যাস পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে সাশ্রয় মূল্যে হাউজহোল্ড গ্যাস সরবারাহ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন সাড়ে দশ হাজার মেগাওয়াটের কথা ভাবছি না। এখন প্রস্তুুতি নিচ্ছি ২৪ হাজার মেগাওয়াটের দিকে। কারণ আমাদের লক্ষ্য হলো ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের দিকে উন্নত দেশ। এটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন।

‘বাংলাদেশ ২৪ ঘন্টার দেশ হয়ে গেছে কিভাব’এমন মন্তব্য করে তিনি বলেন, আগে মানুষ ৮ ঘন্টা কাজ করতো কারণ বাতি নাই। এখন রাতের বেলাও বাতি দিনের বেলাও বাতি। গার্মেন্টসে এক শিফট বের হচ্ছে আরেক শিফট কাজ করছে।

‘বিশ্বে এমন কম দেশই আছে যেখানে ২৪ ঘন্টায় কাজ চলে’ উল্লেখ করে তিনি বলেন, জ্বলছে আলো চলছে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

দেশে ২৪ বিলিয়ন ডলারের বিদ্যুৎ প্রকল্প প্রক্রিয়াধীন বলে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী বলেন, গত পাঁচ বছরে বিদ্যুৎখাতে ৫.২ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। ৮.৫ বিলিয়ন ডলারের প্রকল্প চলমান ২৪ বিলিয়ন ডলারের প্রকল্প প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, দেশে বর্তমানে ৩৫ লাখ সোলার প্যানেলের মাধ্যমে দেড়কোটি লোক আলোকিত হচ্ছে। যা ডেনমার্ক ও নরওয়ের জনসংখ্যার চেয়েও বেশি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও যোগাযোগ প্রকৌশলী বিভাগের অধ্যাপক ড.সুব্রত কুমার আদিত্য এবং সেমিনার পরিচালনা করেন আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম, বুয়েটের অধ্যাপক এজাজ হোসেন, হাবিবুর রহমান, এফবিসিসিআইর সহ-সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ