রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার জন্য মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছে ভুক্তভোগী প্রবাসীদের পরিবার।
সম্প্রতি ভুক্তভোগী প্রবাসীদের পরিবারের সদস্যরা জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেনের কার্যালয়ে গিয়ে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানান।
লিখিত অভিযোগে জানা যায়, ঢাকার ওভারসিস কনসালটেন্ট লি. নামক একটি রিক্রুটিং প্রতিষ্ঠান ভালো চাকরি দেওয়ার নামে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ১৮০ জনকে কাতারে নিয়ে যায়।
পরবর্তীতে তাদের পরিবার জানতে পারে; তাদের স্বজনদের কাতারে নিয়ে যাওয়া হয়নি। তাদেরকে ইরাকের নাজাব শহরের একটি হাউজিং কোম্পানিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের আটক রেখে প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেওয়া হয়। অমানসিক পরিশ্রম করানো হয় কিন্তু ঠিকমত খাবার দেওয়া হয়না।
তাদের এই দূরাবস্থার জীবন থেকে বাঁচাতে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন প্রতারণার শিকার প্রবাসীদের স্বজনরা।