গোপালগঞ্জে সিনেমা স্টাইলে হাসপাতালের ভেতরে ঢুকে রোগীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। রবিবার সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের পেইন বেডে রোগী মকিত মোল্লাকে (৫৫) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা।
আহত মকিত মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে ব্যবসায়ী মকিত মোল্লার কাছে কয়েকজন সন্ত্রাসী চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। পরে মকিত মল্লিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সকালে হাসপাতালে ঢুকে সিনেমা স্টাইলে ৪ জন সন্ত্রাসী তাকে প্রকাশ্যে কুপিয়ে পালিয়ে যায়। মকিত মোল্লা চর মানিকদাহ গ্রামের মৃত হারেজ মোল্লার ছেলে।