৫ জানুয়ারি নির্বাচন প্রশাসনের ও সাজানো- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করে সশস্ত্র আক্রমণ পরিচালনা করে তাদের মুখে নির্বাচন এবং গণতন্ত্রের কথা শোভা পায় না।
শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃর্তী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী যুদ্ধাপারাধীদের ফাঁসির রায় কার্যকর না করার জন্য বিদেশিদের অনুরোধ প্রসঙ্গে বলেছেন, বিদেশিরা যুদ্ধাপারাধীদের বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকবে আর আমরা বিচার করতে থাকবো এবং ফাঁসির রায় কার্যকর করতে থাকবো।
ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান এডভোকেট তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন প্রমুখ।
পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভেড়ামারায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।