একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান রিভিউয়ের আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করবেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে কামারুজ্জামানের আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, আমরা মনে করি রিভিউ আবেদনে কামারুজ্জামান ন্যায়বিচার পাবেন। তাই আমরা অবশ্যই রিভিউ করবো এবং তারপর পরবর্তী করণীয় নিয়ে ভাববো।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আইনমন্ত্রী ৭ দিনের ব্যাখ্যা থেকে সরে আসবেন।
প্রসঙ্গত, গত সোমবার মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ-াদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।