ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া পাচারের চেষ্টা করার সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার বদিউজ্জামান লস্কর (৩৮) এবং কুমিল্লা জেলার জিয়াউল হককে (৩০)।
শুক্রবার রাতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে বৈদেশিক মুদ্রাসহ তাদেরকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের মুদ্রায় আটক করা মুদ্রার পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে আটক বদিউজ্জামানের কাছ থেকে ২১ হাজার ৩০০ ইউরো, সাড়ে ২৪ হাজার কাতারের রিয়াল, ১৯২ মালয়েশিয়ান রিংগিত ও বাংলাদেশি ৬০০ টাকা পাওয়া যায়। তিনি দুই পায়ের জুতার ভেতরে বিশেষ কৌশলে এসব মুদ্রা রেখেছিলেন। মালিন্দা এয়ারওয়েজে করে কুয়ালালামপুর যাচ্ছিলেন বদিউজ্জামান।
রাত সোয়া ২টার দিকে আটক বাংলাদেশ বিমানের কুয়ালালামপুরের যাত্রী জিয়াউলের কাছ থেকে সাড়ে ৬২ হাজার সৌদি রিয়াল, ৩২১ রিংগিত ও বাংলাদেশের ২ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। তার ২ পায়ের মোজার ভেতর স্কচটেপে মুড়িয়ে এগুলো পাচার করছিলেন।