ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২ কেজি স্বর্ণের বার এবং ৩ কেজি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
শুক্রবার রাত পৌনে ২টার দিকে ইমেগ্রিশন লেডিস টয়লেট থেকে স্বর্ণগুলো উদ্ধার করে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতর।
জানা যায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইমেগ্রিশন লেডিস টয়লেট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে তাও জানা যায়নি।
উদ্ধার করা স্বর্ণগুলোর বর্তমান বাজারমূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে জানা গেছে।