জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় বিএনপি আগামীকাল রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশের অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এর প্রতিবাদে আগামীকাল রবিবার ঢাকা মহানগীরসহ সারাদেশের জেলা শহরে প্রতিবাদ বিক্ষাভ কর্মসূচি পালিত হবে। কর্মসূচি পালনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
মির্জা আলমগীর বলেন, ৭ নভেম্বরকে অস্বীকার করা বাংলাদেশকেই অস্বীকার করার সামিল।