রাজধানীর রমনার বটমূলে বোমা হামলার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা আবু বকর সিদ্দিক ওরফে সেলিম হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার রাতে অভিযান চালিয়ে ঢাকার অদূরে কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এর আগে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল হাফেজ সেলিমকে গ্রেফতার করার জন্য। প্রতিবারই তিনি ফসকে যান। সমপ্রতি নিম্ন আদালতে বোমা হামলা মামলায় তার মৃত্যুদ- হয়। এরপর থেকে তিনি বিদেশ পালানোর চেষ্টা করছিলেন।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগেঞ্জের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হুজির বেশ কিছু গোপন তথ্য পাওয়া গেছে।