স্বাস্থ্যসেবায় বাংলাদেশের উন্নয়নে মার্কিন অংশীদারিত্ব থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত একথা জানান।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অনেক পরিবর্তন ঘটেছে। বর্তমানে মাতৃত্বকালীন মৃত্যুর হার অনেক কমেছে। ১৫ বছর আগে বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর যে চিত্র ছিল এখন আর তা নেই। ডায়রিয়া প্রতিরোধেও বাংলাদেশ অনেক এগিয়ে আছে।
এসময় বাংলাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছের প্রশংসা করে তিনি বলেন, মাছের মধ্যে আমি ইলিশ বেশি পছন্দ করি। তাছাড়া মেঘনার ইলিশ আমার দেশেও যায়।
হাসপাতাল পরিদর্শন শেষে তিনি জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক একেএম টিপু সুলতাল ও পুলিশ সুপার শাহ মিজান মো: সাফিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।