খুলনার ফুলতলার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের জেলা প্রধানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- জেলা নায়ক (প্রধান) পারভেজ হোসেন, দলের নেতা আবদুর রহিম, সেলিম, আলী হোসেন ও বিশ্বজিৎ ওরফে মাহিম আহমেদ।
মঙ্গলবার রাতে ফুলতলার উপজেলার তাজপুর গ্রামের আহমদ আলীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। সেসময় আহমদ আলীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে জঙ্গিরা বাড়িতে অবস্থান করছিল। পুলিশ বাড়ি ঘিরে ফেলে তাদেরকে আটক করে।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৪টি বোমা এবং সংগঠনের বেশি কিছু বইপত্র উদ্ধার করা হয়।