একরামুল হকের মৃত্যুতে শূন্য ফেনীর ফুলগাজী উপজেলায় উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগেরই আবদুল আলিম।
রবিবার দিনভর ভোটগ্রহণের পর সন্ধ্যায় দোয়াত-কলম প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলিমকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহিদুর রহমান।
আলিম পেয়েছেন ৪৭ হাজার ২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৯ ভোট।
আওয়ামী লীগ নেতা একরাম হত্যায় অভিযুক্ত মিনার চৌধুরী ভোটের কয়েক ঘণ্টা আগে ঢাকায় গ্রেপ্তার হন।
ভোট গ্রহণের মধ্যে রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হলে তার এজেন্ট ও সমর্থকরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
এ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরেক নেতা মোহাম্মদ সেলিম কাপ-পিরিচ প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
আওয়ামী লীগ নেতা একরামকে গত ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে হামলা চালিয়ে গাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়।