1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

মোড়কীকরণে পাটের তৈরি ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৯ Time View

pat bag২০ কেজি ও তদুর্র্ধ্ব পরিমাণ ওজনের ধান, চাল, গম, ভুট্টা ও সার মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা বলা হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, কৃত্রিম মোড়কের ব্যবহারজনিত কারণে সৃষ্ট পরিবেশদূষণ রোধকল্পে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ প্রণীত হয় যা ১ জানুয়ারি ২০১৪ থেকে কার্যকর হয়েছে। এ আইন অনুযায়ী ২০ কেজি ও তদুর্র্ধ্ব পরিমাণ ওজনের ধান, চাল, গম, ভুট্টা ও সার মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে। পণ্য উৎপাদনকারী, ব্যবসায়ী এবং পরিবহণে সংশ্লিষ্ট সকলকে মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার করতে অনুরোধ করা যাচ্ছে।

উলেল্লখ্য, চাহিদামাফিক পাটের তৈরি ব্যাগের সরবরাহ সহজীকরণ ও নিশ্চিতকরণের জন্য সরকার বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বিভিন্ন মিলগেইট ও বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সরাসরি সরবরাহের পদক্ষেপ গ্রহণ করেছে।

এ বিষয়ে ঢাকার মতিঝিলে পাট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সহযোগিতা ও তথ্য প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ