বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে পাস হচ্ছে সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪। বহুল আলোচিত এ বিল বুধাবর সন্ধ্যায় পাসের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বিলটি নিয়ে সংসদ অধিবেশনে আলোচনা চলছে। বিরোধী দলের পক্ষ থেকে অনেক সদস্যই বিলটি আরো যাচাই-বাছাই করার প্রস্তাব দিয়েছেন। বিরোধী দলীয় নেতা জনমত যাচাই এর প্রস্তাব দিয়েছেন।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিলটি সংশোধনী এনেছেন।
বিলটি উত্থাপনের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। বিলটি পাসের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা পাবে সংসদ। এই বিল পাস হলে বিচারপতিরা সংসদের কাছে দায়বদ্ধ থাকবেন, যা ১৯৭২ সালের সংবিধানে ছিলো। পরবর্তীতে সামরিক ফরমানের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়ালের কাউন্সিলের হাতে ক্ষমতা দেন সামরিক শাসক জিয়াউর রহমান।
এর আগে গত ৭ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে। কমিটি বিলটি নিরীক্ষা করে গত রবিবার ১৪ সেপ্টেম্বর সংসদে উত্থাপন করেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।