সৌদির রিয়াদে অগ্নিদগ্ধ হয়ে দুই বাংলাদেশি যুবক মারা গেছেন। এরা হলেন- রবিউল ইসলাম (৩৩) ও ইকবাল হোসেন (৩২)।
মঙ্গলবার রাত ১টার দিকে রিয়াদের সোলাই এলাকায় একটি কারখানায় অগ্নিকান্ডে তাদের প্রাণহানি ঘটে।
নিহত রবিউল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জনপ্রতিগ্রামের আব্দুল গনির ছেলে এবং ইকবাল একই উপজেলার রাজারচাতিটোলা ইস্রাফিল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা উভয়ই ওমর মোহাম্মদ আল ফেয়ারি ট্রেডিং নামে একটি ফোম কারখানার স্টাফ ছিলেন। অগ্নিকান্ডের সময় তার ঘুমন্ত ছিলেন।