রাজধানী উত্তরায় প্রাইভেটকারের চাপায় আব্দুর রহিম (২১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার পিতার নাম দাউদ মোল্লা। তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলায়।
মঙ্গলবার রাত ২টার দিকে উত্তরার নর্থ টাওয়ারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
জানা যায়, রাতে উত্তরা লিংক রোডের নর্থ টাওযার সামনে ডিউটিরত ছিলেন আব্দুর রহিম। এ সময় একটি প্রাইভেটকার একটি পিকআপকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করছিল। কনস্টেবল আবদুর রহিম বাধা দিলে প্রাইভেটকারটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে কনস্টেবল রহিম মারাত্মক আহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।