ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের চেয়ারম্যান ড. সাইফুল ইসলামকে অবরুদ্ধ করেছে বিভাগের ছাত্রছাত্রীরা।
সম্প্রতি এক ছাত্রীকে বেশি নম্বর দেয়ার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। এখন পর্যন্ত তিনি নিজ রুমে অবরুদ্ধ আছেন। শিক্ষার্থীরা তাকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ হোসেন বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।