1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

১৪ দলের সভার সময় পরিবর্তন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ৮৫ Time View

মঙ্গলবার অনুষ্ঠেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সভার সময় পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত সময়ানুযায়ী ওইদিন বিকেল ৩ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় এ সভা আহ্বান করা হয়েছিলো।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হবে।

এ সভায় সংশি¬ষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন¦য়ক, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

আগামী ১১ মার্চ ঢাকায় ১৪ দলের মানববন্ধন কর্মসূচি রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরানি¦ত ও বিরোধী দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এ মানববন্ধন কর্মসূচির আহ্বান করা হয়েছে।

এ মানববন্ধন কর্মসূচির রুট নির্ধারণ ও কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে বলেও ১৪ দল সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার জোটের প্রধান শরিক আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্য শরিকরা অনানুষ্ঠানিক বৈঠক করে। ওই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, ১৪ দলের ২৩ দফা, সরকারের ব্যর্থতা নিজেদের কাঁধে যাতে না আসে সে বিষয়ও ওই সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া জোটে সমন্বয়হীনতা, জোটের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া, ১৪ দলের বৈঠকের ধারাবাহিকতা না থাকাসহ বিভিন্ন বিষয় নিয়ে ওই সভায় আলোচনা হয়।

এ বিষয়গুলো নিয়ে জোট শারিকরা ১৪ দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে তুলে ধরতে চায়।

এদিকে ১৪ দলের শরিকদের এ ধরনের বৈঠক আওয়ামী লীগ ভালোভাবে নেয়নি। ২৮ ফেব্রুয়ারির বৈঠকে এ বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ